বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত 

চুয়াডাঙ্গা রেলওয়ে গেটের অদূরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর হবে। তিনি সকাল থেকেই রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করছিলেন। পরে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ রানা জানান, মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে জানানো হয়েছে।

টিএইচ